শিরোনাম
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন টুয়েন্টিফোর ডট কম
আপডেট: অক্টোবর ৮, ২০১৯ ১৭:০৬
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ হত্যাকোণ্ডের জেরে গত দুই দিন ধরে ক্যাম্পাস উত্তাল থাকলেও ক্যাম্পাসে দেখা যায়নি উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামকে। এমনকি তিনি সমবেদনা জানাতেও আসেননি মরদেহ নিতে আসা আবরারের আত্মীয় স্বজনদের।
এ নিয়েই তীব্র সমালোচনার ঝড় উঠেছে। চরম ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের সবার একটাই প্রশ্ন, ‘ভিসি কোথায়?’
এদিকে খবর রটেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অসুস্থ। এমনকী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও বলেছেন, বুয়েটের ভিসি অসুস্থ বলে এখনও শিক্ষার্থীদের কাছে যাননি, তবে তিনি যাবেন।
ওবায়দুল কাদের বুয়েটের ভিসিকে অসুস্থ দাবি করলেও তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন শিক্ষকরা।
বুয়েটের শিক্ষকরা বলছেন, গতকাল (সোমবার) রাতে বুয়েট শিক্ষক সমিতির নেতারা ভিসির বাসভবনে বসে ক্যাম্পাসের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সেখানে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক চিত্র ভিসির কাছে তুলে ধরেন বলে জানিয়েছেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক মিজানুর রহমান। মঙ্গলবার দুপুরে তিনি বলেন, ভিসি স্যার সুস্থ, তবে তিনি শিক্ষার্থীদের আন্দোলন কীভাবে মোকাবিলা করবেন তা নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন।
তিনি বলেন, আবরার ফাহাদের হত্যাকাণ্ডকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার বিষয়টি নিয়ে ভিসির সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। বিষয়টিকে স্বাভাবিক করার চেষ্টা করতে নির্দেশ দেন তিনি। তবে এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ বিরাজ করায় বড় ধরনের আন্দোলন শুরু হওয়ার আশঙ্কা রয়েছে তা নিয়েও ভিসির সাথে আলোচনা হয়েছে।
ছাত্রকল্যাণ পরিচালক বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি স্বাভাবিক করার চেষ্টায় ভিসিকে অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি তিনি দেখবেন বলে জানান ভিসি। কেউ যদি বলে ভিসি অসুস্থ তবে বিষয়টি হাস্যকর বলেন তিনি।
এদিকে বুয়েটের ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেন নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ফল স্থগিত করা বিস্তারিত
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন ঘিরে অভিভাবক বিস্তারিত
বুয়েটর উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম বলেছেন, চার্জশিটের জন্য এতদিন দেরি বিস্তারিত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম, সকল আবাসিক বিস্তারিত
ছাত্রলীগের নেতাকর্মীদের বর্বর নির্যাতনে নিহত হওয়া বাংলাদেশ প্রকৌশল বিস্তারিত
আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিস্তারিত
ভর্তিচ্ছুদের কথা বিবেচনা করে আগামী ১৩-১৪ অক্টোবর আন্দোলন শিথিল করেছেন বিস্তারিত
বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের মৃত্যুতে বিস্তারিত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের বিস্তারিত
© Copyright Durnitidomon24.com
Developed By Muktodhara Technology Limited.