শিরোনাম
মোঃ আকবর হোসেন বাচ্চুঃ: দুর্নীতি দমন টুয়েন্টিফোর ডট কম
আপডেট: জুন ৬, ২০১৮ ০১:০২
শিল্পক্ষেত্রে বিনিয়োগ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্মেলন কক্ষে সিআইপি সম্মাননা কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ২০১৬ সালের জন্য নির্বাচিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ অনাবাসী বাংলাদেশিকে (সিআইপি) মঙ্গলবার সম্মাননা কার্ড দেয়া হয়।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্স প্রবাহের ধারাবাহিকতায় অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছে। আগে যে কোনো সময়ের চেয়ে দেশে এখন শিল্পক্ষেত্রে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। তাই প্রবাসীরা এ ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধি পেয়েছে এবং বৈদেশিক রিজার্ভ বেড়েছে। আমার বিশ্বাস বৈধপথে রেমিটেন্স পাঠালে বৈদেশিক রিজার্ভের পরিমাণ আরও বাড়বে।
সিআইপি সম্মাননা কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার এনডিসির সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের অগ্রযাত্রায় অবদান রাখছেন। তাদের বিভিন্ন সমস্যা সমাধানে সিআইপিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
অনুষ্ঠানে সিআইপিদের পক্ষ থেকে সম্মানিত সিআইপি সংযুক্ত আরব আমিরাতের মোছাম্মৎ জেসমিন আক্তার ও মোহাম্মদ মাহাতবুর রহমান বৈধ চ্যানেলে সর্বাধিক রেমিটেন্স প্রেরণকারী (অনাবাসি বাংলাদেশি) হিসেবে বক্তব্য দেন। সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ সেলিম বিদেশে বাংলাদেশি পণ্য আমদানিকারক (অনাবাসি বাংলাদেশি) হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন।
উল্লেখ্য, বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার ২০১৬ সালের জন্য ‘বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনাবাসি বাংলাদেশি’ ক্যাটাগরিতে ২৯ জন এবং ‘বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনাবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে ৬ জনসহ ৩৫ জনকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (অনাবাসি বাংলাদেশি) হিসেবে নির্বাচন করা হয়েছে। তবে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগ ক্যাটাগরিতে কেউ আবেদন না করায় এ ক্ষেত্রে কাউকে সিআইপি সম্মাননা দেয়া যায়নি।
২০১৬ সালের নির্বাচিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (সিআইপি) (অনাবাসী বাংলাদেশি) তথ্য পর্যালোচনায় দেখা যায়, সংযুক্ত আরব আমিরাত হতে ১৩ জন, ওমান হতে ৬ জন, যুক্তরাজ্য থেকে ৩ জন, কাতার থেকে ৩ জন এবং অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর ও হংকং থেকে ১ জন করে সর্বাধিক বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনাবাসী বাংলাদেশি সিআইপি নির্বাচিত হয়েছেন। বিদেশে বাংলাদেশি পণ্য আমদানিকারক অনাবাসী বাংলাদেশি হিসেবে ৬ জন সিআইপির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ২ জন এবং ওমান, রাশিয়া, কুয়েত ও কাতার থেকে ১
জন করে নির্বাচিত হয়েছেন।
দুবাই প্রবাসী নূরুল ইসলামের (৪৫) দুটি কিডনি নষ্ট হয়ে যায়। বাঁচতে হলে বিস্তারিত
শ্রম সহযোগিতা চুক্তির জন্য পূর্ব আফ্রিকার পর্যটন সমৃদ্ধ দ্বীপরাষ্ট্র বিস্তারিত
লেবাননে জরুরি অর্থনৈতিক অবস্থা ঘোষণা, মার্কিন ডলারের সংকট, বাজেট বিস্তারিত
ইতালিতে বাবার মৃত্যুর ৭ মিনিটের মাথায় এক শিশুর জন্ম হয়েছে। পর্যটননগরী বিস্তারিত
সৌদি আরব থেকে আরও ১০৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
গতকাল
বিস্তারিত
ব্রুনাইয়ে কয়েক হাজার শ্রমিক পাচারের সঙ্গে জড়িত ৫ বাংলাদেশী। সেখানে বিস্তারিত
একটি পোশাক কারখানায় আন্দোলন ও ভাঙচুর করার জেরে ৮০ জন বাংলাদেশি কর্মীকে বিস্তারিত
কথা কাটাকাটির জের ধরে সৌদি আরবের নাজরান শহরে জুনেদ আহমেদ (৩৫) নামে এক বিস্তারিত
রাজধানী রোমে প্রথমবারের মতো ইতালি কমিউনিটি সম্মেলন ও অ্যাওয়ার্ড উৎসব বিস্তারিত
© Copyright Durnitidomon24.com
Developed By Muktodhara Technology Limited.